কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ৫ শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (৯মে) দুপুরে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে (নগদ) অর্থ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন।
পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণকার্য (নগদ) অর্থ বিতরণের সময় ৫০০ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫০০ টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) মোঃ সোলাইমান, ইউপি সচিব মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন (সাইফুল) ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।