নিজস্ব প্রতিবেদকঃ দরজায় কড়া নাড়ছে মার্কিন নির্বাচন।শুরু হয়ে গিয়েছে অান্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নানা হিসাব নিকাশ। এরই মধ্যে মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে অবস্থান করছেন করোনা ইস্যুতে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয়া বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবুও তিনি হাসপাতালে বসেই অফিসিয়াল কাজ চালাবেন বলে জানিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অসুস্থ বা যেকোনো কারণে দায়িত্ব পালন করতে অক্ষম হলে সাময়িক বা স্থায়ী দায়িত্ব গ্রহণ করতে পারেন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু, এতোকিছুর পরেও চলছে নির্বাচনী প্রস্তুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বর্তমান স্ত্রীই হন ফার্স্ট লেডি। তাই বর্তমান ফার্স্ট লেডি হিসেবে অাছেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ৫০ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প (বায়ে)।তিনি একজন মার্কিন ব্যবসায়ী। অাসন্ন ৪৬ তম নির্বাচনে মেলানিয়া ট্রাম্পই কি ফার্স্ট লেডি থাকবেন নাকি জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন ( ডানে) নতুন ফার্স্ট লেডি হবেন তা সময়ই বলে দেবে। ৬৯ বছর বয়সী জিল বাইডেন একজন মার্কিন শিক্ষাবিদ। সেই সাথে তিনি ডেমোক্রেটিক পার্টির সাথে রাজনীতিতেও জড়িত। উল্লেখ্য যে, ফার্স্ট লেডিকেও অনেক সময় বিভিন্ন রাষ্ট্রে শুভেচ্ছা সফর করতে দেখা যায়।