নিজস্ব প্রতিবেদকঃ 

চ্যাম্পিয়ান্স লিগের মঞ্চ প্রস্তুত।অপেক্ষা নতুন রাজা খুঁজে পাওয়ার।সেটি জানা যাবে শিরোপা লড়াই শেষে।ইউরোপ সেরা প্রতিযোগিতায় প্রথম ফাইনাল পিএসজির।তাদের সামনে জার্মান রাজা বায়ার্ন।যারা পাঁচ বারের চ্যাম্পিয়ন।
তবে, এই অাসরের শক্তি সামর্থ্য এবং বর্তমান- অতীত পরিসংখ্যান যাচাই করলে কে ফেবারিট তা বলা মুশকিল।একদিকে পিএসজির ইকার্দি, এমবাপ্পে এবং অন্যদিকে বায়ার্ন শিবিরে অপ্রতিরোধ্য রবার্ট লেভানদোস্কি।চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ২০১৭-১৮ মৌসুমে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। অতীত পরিসংখ্যান অাবার প্যারিসের ক্লাবটির পক্ষে। ইউরোপীয়ান প্রতিযোগিতায় মোট ৮ বারের দেখায় ৫ টিতেই জয় লাভ করেছে পিএসজি।তাই, অাজ বায়ার্নের ষষ্ঠ নাকি পিএসজির প্রথম তার জন্য অপেক্ষা করতে হবে অার কিছুটা সময়।খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।