বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ, উম্মুল মাদারিস আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী চট্টগ্রাম এর দাওরায়ে হাদীসের অনন্য গ্রন্থ সিহাহ সিত্তার সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের আখেরী সবক অনুষ্ঠিত হয়েছে ।
অদ্য ৮ মার্চ রোজঃ সোমবার বাদে এশা জামেয়ার দারুল হাদীস ক্লাশ রুমে আখেরী দারস দেন মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিঃ।
অন্যান্য বছর আনুষ্ঠানিতার মাধ্যমে বোখারী শরিফের সবক সমাপ্ত হলেও এবার জামেয়া পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ এ মাদরাসার খতমে বোখারী।
আনুষ্ঠানিকতা ছাড়া এবারের খতমে বোখারী কে ঘিরে জামেয়ার ছাত্রদের নজর ছিলো দারুল হাদীসের রুমের দিকে, তাইতো নির্ধারিত সময়ের আগে আগে দরসগাহ পরিপূর্ণ হয়ে ক্লাশের বারান্দায় ছিলো ছাত্রদের ভীড়। আখেরী সবক প্রদান করে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক নসিহত প্রদান করেন আল্লামা বাবুনগরী হাফিঃ। সবশেষে দেশ জাতি ও মিল্লাতের এবং সবার জন্য দোয়া করে তিনি।