নিজস্ব প্রতিবেদকঃ 
চ্যাম্পিয়ন্স লিগ ২০২০ ফাইনাল ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। খেলা শুরু থেকেই গোলের অসংখ্য সহজ সুযোগ মিস করতে থাকে পিএসজি।যার খেসারত দিতে হলো ম্যাচ হেরে।দ্বিতীয়ার্ধে শুরু হয় খেলার নাটকীয়তা। ৫৯ মিনিটে কিংসলে নোম্যানের চমৎকার এক হেডে কপাল পুড়লো নেইমার এমবাপ্পেদের।পাওয়া হলো না প্রথমবারের মতো শিরোপার স্বাদ।উভয়পক্ষের একাধিক খেলোয়াড়রা হলুদকার্ড পান দ্বিতীয়ার্ধে এসে।এছাড়া, বল দখলে রাখা, পারফেক্ট শট নেয়া সবকিছুতেই এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। যার উপহার ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলে নেয়া। সেই তুলনায় নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা অাজ ফাইনালে ছিল একেবারেই নিষ্প্রভ।ফাইনালে এমন পারফরম্যান্স হয়তো পিএসজির সমর্থকরা মেনেই নিতে পারবেন না।।