নিজস্ব প্রতিবেদকঃ
কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভেড়াতে শেষ মুহূর্তে মরিয়া ছিল অাইপিএল এ শাহরুখ খানের দল নাইট রাইডার্স। কিন্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মেলে নি ছাড়পত্র।কোলকাতা নাইট রাইডার্সে প্রয়োজন অারো একজন পেস বোলার। সেখানেই তাদের পছন্দ ছিল মোস্তাফিজ। নাইটদের সেই পছন্দে সাড়া না দেয়ার কারণ হলো অতি শীঘ্রই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।চলছে তার প্রস্তুতি।সেখানেই কাটার মাস্টার পুনরায় জ্বলে উঠুক এমনটাই চায় বিসিবি।খেলোয়াড়রা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন নিজ দেশের জাতীয় দলকে।সেখানে ডাক পরলে কোনো খেলোয়াড়ই ক্লাবে খেলতে যাবেন না সেটাই স্বাভাবিক।অাসন্ন শ্রীলঙ্কা সফরে মোস্তাফিজ জ্বলে উঠতে পারেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা।।