মোহাম্মদ শাহজাহান মিয়া

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতা হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ টি চা বাগানের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জন্য গৃহ নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২০টি এবং সমাজকল্যাণ পরিষদের আওতায় ১৪টি সর্বমোট ৩৪ টি গৃহ বর্তমানে মাধবপুরের ৫টি চা বাগানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য নির্মিত হচ্ছে।
আজ ৭ জুন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা, সুরমা, নোয়াপাড়া, জগদীশপুর, বৈকুন্ঠপুর চা বাগানে নির্মাণাধীণ ২৯ টি গৃহের কাজের নির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ড মেম্বার এবং বাগান সংশ্লিষ্ট পঞ্চায়েতের লোকজন।