খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির প্রত্যান্ত এলাকার মানুষের মাঝে মানবিক সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যােগে গুইমারা সরকারি কলেজ মাঠে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেদ্র লাল ত্রিপুরা। অন্যন্যের মাঝে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সহ জনপ্রতিনিধি ও সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলন।
মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের আওতাধীন ৫ উপজেলার ৫ শতাধিক গরীব দুস্থের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা এবং ৬০ জন মেধাবি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণসহ বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়াজন করা হয়।