খাগড়াছড়ির গুইমারায় নব নির্বাচিত ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১নং গুইমারা সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের রবিবার থেকে শুরু হচ্ছে পথ চলা। সাবেক ও নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে আয়োজন করা হয় বিদায় ও বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সেরা সেবাটুকু বিলিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ।
রবিবার সকাল ১১টায় সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুইজাউ মারমার সভাপতিত্বে
গুইমারা টাউন হল মিলনায়তনে সাবেক ও নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে আয়োজন করা হয় এ বিদায় ওবরণ অনুষ্ঠান।
পরিষদের সচিব দেবাশিষ চাকমার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুষার আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ত্রিপুরা,নব-নির্বাচিত উদীয়মান যুব চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, ইউপি সদস্য দিদারুল আলমসহ প্রমুখ । এছাড়াও ইউনিয়নের আওতাধীন মৌজাপ্রধানগন,কারবারী,সহ সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।