মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এই উপলক্ষে আলোচনা সভা, গৃহহীনদের মাজে চাবি হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোর্শেদ খাঁন।
এসময়, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।