খাগড়াছড়ি প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (২২ মে) রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকালে রামগড় প্রেসক্লাবের সন্মুখে ঢাকা- খাগড়াছড়ি মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। প্রধান অতিথির বক্তব্য দেন রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক প্রদীপ চৌধুরী।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও অধিক সময় আটকে রেখে হেনস্তা, মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে সমাবেশ থেকে সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য, অর্থ সম্পাদক নুরুচ্ছাপা মানিক, রামগড়ের সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ ফয়েজ আহমেদ মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক ছাড়াও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, নারী সমিতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।