নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতের পর নদীতে পড়ে নিখোঁজ ইঞ্জিনচালিত নৌকার মাঝি সুলতান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন জালের মাধ্যমে নরসিংহপুর নদীর প্রায় এক কিলোমিটার ভাটি থেকে শনিবার (০৮ মে) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য করেছেন৷ ওসি জানান, নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন ও পুলিশ সুলতান মিয়াকে উদ্ধারে চেষ্টা চালায়। শুক্রবার (০৭ মে) রাত সোয়া ৯টা নাগাদ বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। শনিবার (০৮ মে) সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু করা হলে স্থানীয় লোকজন জালের মাধ্যমে নদী থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। নৌকার মাঝি সুলতান মিয়ার বাড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে। তিনি নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায় ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পরিবহন করতেন। এর আগে শুক্রবার (০৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংহপুর নদীর কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর ফেরিঘাটে বজ্রপাতের শিকার হয়েছিলেন সুলতান মিয়া। তিনি কিশোরগঞ্জের ইটনা বাজার থেকে চারজন যাত্রী নিয়ে নৌকা চালিয়ে নেত্রকোণার খালিয়াজুরীর কৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন। পথে জাহেরপুর ফেরিঘাটের কাছে তারা বজ্রবৃষ্টির কবলে পড়েন। এ সময় বজ্রপাতের আঘাতে সুলতান মিয়া ছিটকে নদীতে পড়ে যান। তবে নৌকায় থাকা চারজন যাত্রী অক্ষত থাকেন। ওসি আরও জানান, পরিবার আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ এম আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত সুলতান মিয়ার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।