খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসা আজ গণ মানুষের দাবিঃ
ফজলুল হক মিলন
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসা আজ গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। দাবি আদায়ে আগামীকাল গাজীপুরে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। যাতে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে(২৩ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় স্থানীয় একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সমাবেশ সফল করতে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল,মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার,কেন্দ্রীয় বিএনপি নেতা ডা.রফিকুল ইসলাম বাচ্চু,মর্জিনা আফসার,
গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান ফকির,ডা.শফিকুল ইসলাম,শ্রীপুর পৌর আহ্বায়ক অ্যাড.কাজী খান,সদস্য সচিব বিল্লাল বেপারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।