খুলনায় স্ত্রী‌কে হত‌্যার দা‌য়ে স্বামী‌কে ফাঁ‌সির অা‌দেশ
মোশারেফ হোসেন রুপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে স্ত্রী  মরিয়ম বেগম (২৫) কে  পু‌ড়ি‌য়ে লাশ গু‌মের মামলায় বিচার শুরুর ৯কার্য দিব‌সের ম‌ধ্যে রায় ঘোষণা, স্বামী র‌ফিক শেখ‌কে ফাঁ‌সির অা‌দেশ দি‌য়ে‌ছেন খুলনার জেলা ও দায়রা জজ ‌। রবিবার (৩১ অক্টোবর) খুলনা জেলা ও সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অাসা‌মি‌কে দন্ড‌বি‌ধির ৩০২ ধারায় মৃত‌্যুদন্ড, ৫০হাজার টাকা জ‌রিমানা, ২০১ধারায় ৭বছ‌রের সশ্রম কারাদন্ড, ২৫হাজার টাকা জ‌রিমানা প্রদান করা হয়। অাসা‌মি মোঃ র‌ফিক শেখ (৩৬) রূপসা উপ‌জেলার নেহালপুর গ্রা‌মের মৃত জা‌বেদ শে‌খের ছে‌লে।
মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন, জেলা পিপি এড. শেখ এনামুল হক, এ‌পি‌পি এম ই‌লিয়াছ খান ও এ‌পি‌পি শাম্মী অাক্তার।
মামলার সং‌ক্ষিপ্ত বিরনী থে‌কে জানা গে‌ছে, ২০২০ সা‌লের ১২অাগস্ট ম‌রিয়ম বেগম নি‌খোজ হন। এরপর ১৫অাগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের জ‌নৈক দিপক দাসের পান বরজের গর্ত থেকে তার মৃত‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। মাথায় অাঘাত ক‌রে হত‌্যার পর লা‌শের প‌রিচয় গোপন কর‌তে পে‌ট্রোল অাগু‌নে পু‌ড়ি‌য়ে ওই স্থা‌নে ফে‌লে দেয়া হয়। সে ফকিরহাট উপজেলার মৃত আবু বকর শেখের কন্যা। এঘটনায় ১৬ অাগস্ট নিহ‌তের মা জা‌লিমা বেগম বা‌দি হ‌য়ে রূপসা থানায় মামলা দায়ের ক‌রেন (নং ০৭)। অাসা‌মি র‌ফিক অাদাল‌তে ১৬৪ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসঅাই শাহাবু‌দ্দিন গাজী ৩১‌ডি‌সেম্বর সোঃ র‌ফিক শেখকে অ‌ভিযুক্ত ক‌রে অাদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। মামলায় ১৫জন স্বাক্ষীর ম‌ধ্যে ১৩জ‌নের স্বাক্ষ‌্য গ্রহ‌নের মাধ‌্যমে অাসা‌মি দোষী সাব‌্যস্ত হয়।  বিচার শুরুর ৯কার্য দিব‌সের ম‌ধ্যেই এ হত‌্যা মামলার রায় ঘোষণা কর‌লেন খুলনার জেলা ও দায়রা জজ অাদালত।