মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের চলাচলের রাস্তায় টিনের ঘর তুলে ও বাঁশ, কাঠের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ওই পরিবারের লোকজনের চলাচলে চরম দুর্ভোগ হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দঃ কোলকোন্দ চেংডোবা গ্রামে ঘটনাটি ঘটেছে ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে শাহাজান মিয়ার সাথে তার ভাই সুজা মিয়াসহ আরও দুই ভাইয়ের দীর্ঘদিন থেকে জমিজমাসহ পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৭ মার্চ শাহাজান মিয়ার চলাচলের রাস্তায় টিনের ঘর তুলে ও বাঁশ, কাঠের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় তার ভাইয়েরা। এতে শাহাজান মিয়া ও তার মেয়ে আখি মনি বাধা প্রদান করলে তাদেরকে মারপিট করে নানা রকম ভয়-ভীতি দেখানো হয়। রাস্তা বন্ধ হওয়ায় ওই পরিবারের লোকজনের চলাচলে চরম দুর্ভোগ হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।