হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়ি পুলিশ এক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত (২৩ মে) রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চৌমুহনী ইউনিয়নের ধর্মঘর হইতে মনতলাগামী মঙ্গলপুর নামক স্হানের আসকর আলীর বাড়ীর পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ  দুইজন ব‍্যবসায়ীকে গ্রেফতার করেন।  গ্রেফতারকৃত আসামীরা হলো- লক্ষীপুর জেলার কমলনগর থানার চর মার্টিন গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে মোঃ সালাউদ্দিন (২৩) এবং বি,বাড়িয়া জেলার সরাইল থানার দেওড়া গ্রামের রুকু মিয়ার ছেলে মোঃ শান্ত মিয়া রাব্বি (২০)।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।