বিশেষ প্রতিনিধি (গাইবান্ধা): ”সুচিকিৎসা হোক আমাদের মৌলিক অধিকার ” নিজে বাচুন পরিবার কে বাঁচান এই শ্লোগান সামনে রেখে নিরাপদ চিকিৎসা চাই এর পথ চলা।

দেশব্যাপী সু-চিকিৎসা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে ”নিরাপদ চিকিৎসা চাই ” সংগঠন।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের অব্যবস্তাপনা এবং সকল অনিয়ম বন্ধের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষ  তত্বাবধায়ক সাহেবের সঙ্গে  মত বিনিময় চলাকালে এক পর্যায়ে আল্টিমেডাম দিয়েছে সংগঠনটি। বলেছে, আগামী সাত দিনের মধ্যে সকল সৃষ্ট সমস্যার সমাধান নিশ্চিত করার।
এক পর্যায় তত্বাবধায়ক সাহেব আগামী ছয় মার্চ হাসপাতাল কতৃপক্ষ এবং নিরাপদ চিকিৎসা চাই এর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার প্রস্তাব করলে তারা সম্মতি প্রকাশ করে। এসময় তিনি নিরাপদ চিকিৎসা চাই এর পক্ষ থেকে হাসপাতাল পরিচালনার জন্য ১০ জন ভলেন্টিয়ার চান, উপদেষ্টা মন্ডলী এবং সদস্য দের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে তারা জানান।
নিরাপদ চিকিৎসা চাই দাবি জানিয়েছেন হাসপাতাল চত্বরে তাদের একটি হেল্প ডেক্স খোলা থাকবে।
তাতে হাসপাতাল তত্বাবধাক সম্মতি প্রকাশ করেছেন।
নিরাপদ চিকিৎসা চাই সদস্য গন হাসপাতাল ভিজিট করে মেয়র মহোদরের সাথে কতা বলে তার পক্ষ থেকে একটি ইসিজি মেশিন হাসপাতাল কর্তৃপক্ষ   নিকট প্রদান করেছেন।এছাড়াও চিকিৎসার অনিয়ম দূর সহ প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা হয়।এবং আলোচনা ফলপ্রসূ হয়। এসময় উপস্থিত ছিলেন মাহাবুব উল হাসান রিপন (সভাপতি গাইবান্ধা),জিয়াউর রহমানজিয়া(সাধারন সম্পাদক), নাজিম আহাম্মেদ রানা(সহ সভাপতি),খন্দকার পাপেল ( সহ সভাপতি), নাইম আহম্মেন(প্রচার সম্পাদক),
আশরাফুল আলম আসাদ (সিনিয়র সহ সভাপতি) সদর উপজেলা শাখা,মনিরুল ইসলাম সজিব (সদস্য সচিব)
আগামী ৬ই মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ  এবং নিরাপদ চিকিৎসা চাই এক আলোচনা সভার সিদ্বান্ত হয়।