আনোয়ারা প্রতিনিধিঃ গাউছিয়া মুনিরিয়া তৈয়বীয়া মিলাদুন্নবী (সঃ) কমিটির উদ্বেগে তাজেদারে মদিনা ১৫ তম বিশাল সুন্নী সম্মেলন ১১ মার্চ রোজ বৃহস্পতিবার আনোয়ারা থানার অন্তরগত বরুমচড়া ইউনিয়নের বরাচর হায়দার আলী তালুকদার জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়।উক্ত মাহফিলে সভাপতি হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি মুহাম্মদ মুক্তার হোসেন। প্রধান মেহমান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী।

প্রধান অতিথি আলী হোসেন আরিফ। প্রধান আর্কষন মোহাম্মদ আবু তাহের। প্রধান বক্তা আল্লামা মুফতি আবুল কাশেম নূরী, মাওলানা মুহাম্মদ নূর হোসেন সহ আর অনেকে।