গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমান মালামাল ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট । আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হয়েছে । আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান,শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার ভিতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটর বিস্ফোরিত হয়ে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে ।পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মুল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম ।
আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কারজ কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবির আলম জানান,আগুন নিয়নন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে । তবে, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।