গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতুয়া এলাকায় বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হল- বাহাদুরসাদি ইউনিয়নের বেতুয়া গ্রামের নাজমুল হকের মেয়ে মারিয়া (৬) এবং কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে অলিউল্লা (৩৬)। অলিউল্লা মারিয়ার ফুফা হয়। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ওই এলাকার জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী এবং অলিউল্লা বিদেশ ফেরত।বাহাদুরসাদি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফুফা অলিউল্লা নিজ বাড়ি থেকে মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরী কোন্দায় চড়ে বিল পার হয়ে শশুড় বাড়ি বেতুয়া (ছগাতি) যাচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে বিলের মাঝে বন্যার পানিতে কোন্দা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. সঞ্জয় দত্ত বলেন, ওই দু’জনকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তেই নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।