গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কাশিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।গুরুতর আহত অবস্থায় স্বামীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহসিনা আক্তার রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে । তারা দুজনই কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতো। স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কাশিমপুর থানা ভেন জিএমএস কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক মহসিনা আক্তার এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফুল আলমকে তালাক দেয় । এর জের ধ‌রে আজ সকাল সাতটার দিকে শরিফুল আলম হঠাৎ বাসায় এসে সাবেক স্ত্রীকে গালাগাল শুরু করে। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী । এ ঘটনায় ধস্তাধস্তির সময় স্বামী শরিফুল আলম আহত হয়। পুলিশ আহত শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাফেজ শরিফুল আলম নিলফামারী সদর উপজেলার বোটের হাট গ্রামের নুর আলমের ছেলে। জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার হোয়াই অঙ্কপ্রু মারমা জানান. এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।