গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুড়িকাঘাতে একজনের মৃত্যু হয়েছে । এঘটনায় আরও একজন আহত হয়েছে । ঘটনার সাথে জড়িত স্বামী–স্ত্রীকে আটক করেছে পুলিশ । বুধবার বিকেলে গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় স্থানীয় জসীম উদ্দিন মাতাব্বরের বাড়ীতে এ হতাহতের ঘটনা ঘটে ।

জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান, বিকেলে সারদাগঞ্জ এলাকার স্থানীয় জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আতাউর রহমান(৩০) ও তার স্ত্রী মোমেনা বেগমের (২৫) সাথে বেতনের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া ও মারামারি বাধে । ওই বাড়ির অপর ভাড়াটিয়া শফিকুল ইসলাম (৩৮) স্বামী-স্ত্রীর মধ্যে মারপিট ফেরাতে যায় । এসময় আতাউর রহমান তাকে ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায় । এসময় শফিকুলের শ্যালকও ছুড়িকাঘাতে আহত হয় । তাকে উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে ।হতাহত সকলেই রংপুরের পীরগাছা এলাকার বাসিন্দা বলে জানা গেছে । পুলিশ স্বামী-স্ত্রী দুইজনকেই আটক করেছে । এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি