গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । শনিবার রাত ৯টার দিকে স্থানীয় রতন মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের দেওয়ালিয়াবাড়ী এলাকায় স্থানীয় রতন মিয়ার ঝুট গুদামে রাত ৯টার দিকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে । স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
কালিয়াকৈর, জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টা রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কাজ করছে । তবে, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।