গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের তুরাগ বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি সমান্য পরিমানে প্রতিদিন কমলেও এখনো বিপদ সিমার উপরে অবস্থান করছে । পানি বন্ধী রয়েছে গাজীপুর মহানগরের ২২ টি ওয়ার্ড ও কালিয়াকৈর উপজেলার ১৮২টি গ্রামের মানুষ । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর, ঢালজোড়া ও শ্রীফলতলীর ইউনিয়নের বেশির ঘরবাড়ি । এসব এলাকার বেশিরভাগ নলকুপ পানির নীচে তলিয়ে থাকায় ৫০ হাজারেরও বেশী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে । অধিকাংশ গ্রামীন সড়ক তলিয়া থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে । ফলে চরম বিপাকে রয়েছে পানিবন্দী এসব এলাকার মানুষ । জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হলেও তা অপ্রতুল।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানিয়েছেন, পানিবন্দী লোকজনের জন্য বিশুদ্ধ পানি ও শুকনা খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বানবাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন সিটি মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম, বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা-ঘাট মেরামত ও ক্ষতিগ্রস্ত মানুষের ঘর-বাড়ী নির্মান করা হবে বলেও জানান মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম।