গাজীপুর প্রতিনিধিঃ 

গাজীপুর মহানগরের পূবাইলের কোদাব এলাকায় ডাকাতির স্বর্ণালঙ্কারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুবাইল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় । এছাড়াও স্বর্ণবিক্রীকৃত দোকানদারকেও আটক করা হয় ।নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানায়, গত ১৭ই জুলাই পূবাইলের কুদাব এলাকায় একটি বসতবাড়িতে একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিকৃত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করাসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয় । তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।