গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়ায় আগুনে পুড়ে গেছে ৪৫টি বসতঘর
গাজীপুরের ভোগড়া এলাকায় বাসাবাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি কলোনীর ৪৫টি বসত ঘর ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকার আব্দুল মান্নান সরকারের কলোনীতে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে । জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পুভয় দেড় ঘন্টার চেষ্টায় রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ।
বাড়ির মালিক আব্দুল মান্নান সরকার জানান, সন্ধ্যা একটি কক্ষের ফ্রিজের বিস্ফরন হইতে আগুনের সুত্রপাত হয়ে পাশের কক্ষগুলোতে দ্ররত আগুন ছড়িয়ে পড়ে । আগুনে পুড়ে যায় ৪৫টি বসত ঘর । এতে ওইসব ঘরে বসবাসকারী বিভিন্ন পোশাক কারখানায় কর্মরতদের আসবাবপত্রসহ ঘরে থাকা সমস্ত মালামাল পুড়েগেছে। পবে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।