গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় স্ত্রী মর্জিনা বেগম(২৫)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব মিয়া(৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার সজিব মিয়া তার স্ত্রী মর্জিনাকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারীর দোকানে কাজ করতেন। রবিবার বিকেলে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে,ঝগড়ার এক পর্যায়ে স্বামী সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে এলোপাথাড়ি মারধর করে । গুরুতর আহত অবস্থায় স্ত্রী মর্জিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন । পরে অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে । শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে । স্বামীকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে ।