গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে মদ পানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । গতরাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জাহিদ মৃধা বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা এলাকার মৃত: তৈয়াব আলীর ছেলে ।
জানা গেছে, রাজধানীতে এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতাধীন ফোরথট পিআর নামে একটি প্রতিষ্ঠানের ৪৩ কর্মী ২৮ থেকে ৩০ জানুয়ারী গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবস্থান করে । ৩০ জানুয়ারী রিসোর্ট থেকে ঢাকায় ফেরার পর অন্তত ১৬জন কর্মী অসুস্থ্য হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় । ওই রাতেই কাউসার হামিদ নামে একজন মারা যায় ।পরেরদিন সিহাব জহির নামে আরও একজনের মৃত্যু হয়। ১ ফেব্রুয়ারী সকালে এমেএম শরীফ নামে আরও এককর্মীর মৃত্যু হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। পুলিশ সিহাব জহির ও শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয় । এঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে গতকাল রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে মদ সরবরাহীকে গ্রেফতার করেছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধাপে মদ সরবাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ।