গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে রাস্তার পাশে গলা কাটা অবস্থায় পঞ্চদশ উর্ধ্ব ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।তবে এখনও তার কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে লোকটিকে অন্য কোথাও থেকে হত্যা করে রাতের অন্ধকারে এখানে ফেলে গেছে দূর্বৃত্তরা।
লোকটির পরনে ধূসর রং এর প্যান্ট, মেরুন রঙের শার্ট ও সোয়েটার ছিল। এছাড়া মরদেহের পাশ থেকে একটি রক্ত মাখা গামছা ও লাল রং এর চাদর উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করে।খবর পেয়ে পিবিআই ও গাজীপুর মেট্রো পলিটন সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।