গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি নতুন বাজার এলাকায় গিয়াস উদ্দিন নামে এক অটোরিকশার গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গিয়াস উদ্দিন শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি নতুন বাজার এলাকার মৃত হাজী আব্দুল মালেকের ছেলে। নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, গিয়াস উদ্দিন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় নিজের গ্যারেজে নতুন ব্যাটারী চালিত অটোরিকশা নির্মাণ ও অটোরিকশার বৈদ্যুতিক চার্জের কাজ করতেন। রাতে তিনি একাই ওই গ্যারেজে ঘুমাতেন। শনিবার সকালে নিহতের ভাতিজা সুমনসহ অপর চালক চার্জ দেয়া অটোরিকশা আনতে যান। এসময় গ্যারেজের গেট খোলা দেখতে পান তারা। পরে ভেতরে গিয়ে গিয়াস উদ্দিনের শরীরের উপরের অংশ কম্বল দিয়ে ঢাকা ও পা খোলা অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। এসময় তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়া হয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় গিয়াসের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম, পুলিশের ক্রাইম সিন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও র‌্যাব হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন। পুলিশের ক্রাইন সিন ইউনিটের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, নিহতের মাথায় ভোঁতা ও ধাঁরালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এই হত্যাকান্ডে একাধিক হত্যাকারী যুক্ত থাকতে পারে।