গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে হাতুরী দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের পর হাসপাতালে চালকের মৃত্যুর ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । গেলো রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর বাগবাড়ি এলাকা থেকে মোহাম্মদ জসিম মোল্লা (২৪) নামে ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত জসিম মোল্লা ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়ো এলাকার আব্দুর রউফ মোল্লার ছেলে ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকায় যাত্রী বেসে শাকিল মিয়ার (২০) অটোরিক্সায় উঠে ছিনতাইকারী জসিম মোল্লা । স্থানীয় শাহজাহান ভূঁইয়া মেমোরিয়াল স্কুলের পাশে রাস্তার উপর চালক শাকিল মিয়াকে (২০)মাথায় হাতুরী দিয়ে পিটিয়ে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জসিম মোল্লা । পরে শাকিলের আত্মচিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী শরিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ । পরে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয় ।
নিহত অটোরিক্সা চালক শাকিল মিয়া(১৮) গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফ কামাল এলাকার শহিদুল ইসলামের ছেলে । আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ভাড়ায় থেকে অটোরিক্সা চালাতো ।

জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিক জানান, নিহত শাকিলের বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন । মামলার প্রেক্ষিতে প্রধান আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।