গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরনের ১২ দিন পর গাজীপুর জিএমপি বাসন থানার আউট পাড়া এলাকা থেকে মোঃ ইসতিয়াক নামের এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ১। ইসতিয়াক কালিয়াকৈর থানার হাটুড়িয়াচালা এলাকার আমির আলী খনের ছেলে।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডর আব্দুল্লা আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত অপহরণকারীরা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতা আসামী ১। মোঃ শামীম মোল্লা(২২), ও ২। মোঃ রাজু মোল্লাকে(২০), আটক করে।
ধৃত আসামীদের ভাষ্যমতে, তারা পেশায় ফল ব্যবসায়ী। ধৃত আসামী ও তাদের সহযোগী পলাতক আসামীরা মিলে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে ফল ব্যবসার আড়ালে গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা হইতে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে সু-কৌশলে নিয়মিত অপহরণ করিয়া ভিকটিমদের আটক করিয়া বিভিন্ন শারীরিক নির্যাতনসহ খুন করিবার হুমকি দিয়ে মুক্তিপন আদায় করিয়া আসিতেছে।
গত ১৫/০৮/২০২০ তারিখ ভিকটিম মোঃ ইশতিয়াক(২০) তার কর্মস্থল নারায়নগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় অপেক্ষা করিলে হঠাৎ অপহরণকারীরা কৌশলে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে জোরপূর্বক অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে আটক করিয়া রেখে ভীষণ ভাবে শারীরিক নির্যাতন করে এবং পরদিন ভিকটিমের মোবাইল ফোন থেকে কল করিয়া তার পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানায় এবং তার মুক্তিপন হিসেবে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা দাবি করে। অন্যথায় তাকে খুন করিয়া লাশ গুম করার হুমকি দেয়। আসামীদ্বয়কে আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার মর্মান্তিক বর্ণনা দেয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম মোঃ ইশতিয়াক(২০) কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।