গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ ব্রহ্মপুত্র জোন এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি(বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ ব্রহ্মপুত্র জোন এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার রাতে রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে, পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান, গাজীপুর পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ কিশোরগঞ্জ জেলার বালক দল ৩২ পয়েন্টে ময়মনসিংহকে হারিয়ে বিজয়ী হন। এদিকে, বালিকা জামালপুর জেলা দল ময়মনসিংকে ২৫ পয়েন্টে হারিয়ে বিজয়ী লাভ করেন । পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।