গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ উদ্বোধন
গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ উদ্বোধন

 

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ টুর্ণামেন্ট এর উদ্বোধনী করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে গাজীপুর রাজবাড়ী মাঠে টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সেবা) খন্দকার লুৎফুল কবির, গাজীপুর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগন এসময় উপস্থিত ছিলেন।
কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ উদ্বোধনী ম্যাচে ৮ জেলা থেকে ১৫টি দল কাবাডি খেলায় অংশগ্রহন করেন।