গাজীপুরে ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

গাজীপুরে ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে ইজিবাইকসহ ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ না করে লাইসেন্স ও রোড পারমিটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে র‌্যাটারি চালিত ইজিবাইক রিক্সা ভ্যান চলক ও মালিকরা। এসময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে রিক্সা-ভ্যান-ইজিবাইক অধিকার রক্ষা আন্দোলন।

আজ দুপুরে ইজিবাইকসহ র‌্যাটারি চালিত রিক্সা ভ্যান চালক ও মালিকদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক  প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের দাবি এই ইজিবাইকসহ র‌্যাটারি চালিত রিক্সা ভ্যানের উপর একলক্ষ পরিবার নির্ভরশীল। যদি এগুলি বন্ধ হয়ে যায় তাহলে বেকারত্ব বাড়বে এবং বিপাকে পরবে এই পরিবারগুলি।

পরে রিক্সা-ভ্যান-ইজিবাইক অধিকার রক্ষা আন্দোলন এর পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।