গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কাঠভর্তি একটি ট্রাক থেকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতরা হলো- দিনাজপুরের হাকিমপুর থানার রিকাবি এলাকার মো: আসাদুল (৩২) ও একই জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া এলাকার আ. রাজ্জাক(৩০)।

র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে নাওজোর বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
এ সময় কাঠভর্তি ট্রাক থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানকালে ওই ট্রাক এবং ট্রাকে থাকা ৯৩ পিস ইউক্যালিপটাস গাছের গুড়ি, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।