গাজীপুরে গজারি বন থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরে গজারি বন থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের গজারি বন থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বনখড়িয়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল গত রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে গ্রামের গজারি বন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ যে উদ্ধার করে। তার স্বজনরা জানায়, আজ শুক্রবার বিয়ে করে স্ত্রীকে বাড়িতে উঠিয়ে আনার জন্য পূর্ব নির্ধারিত তারিখ ছিল। বরযাত্রী হয়ে আজ যাওয়ার কথা ছিল নগরের বাংলা বাজার এলাকার কনের বাড়িতে।

জেলা পুলিশ ও সিআইডির টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে