গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণের অভিযোগে তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ।তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করে জয়দেবপুর থানায় নেয়া হয়েছে ।
পুলিশ ও ভূক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়, বিভিন্ন পরিবহনের চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো ওই নারী হকার ।
প্রতি দিনের মতো শনিবার দিনভর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে আসছিলেন । গেলোরাত ৯ টার দিকে চকলেট বিক্রির সময় তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেন(২২) ও শরীফ হোসেন(২০) বাসে করে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা নিয়ে যায় তাকে । সেখান থেকে খালীবাস নিয়ে ফেরার পথে ওই নারীকে কুপ্রস্তাব দেয় তারা । এসময় গাড়ী না থামিয়ে জেলার বিভিন্ন রোটে নিয়ে ঘুরতে থাকে তারা । এক পর্যায়ে গাড়ী জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় নিয়ে বাসের মধ্যে ধর্ষণ করা হয় ওই নারী হকারকে । পড়ে গাড়ী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় গেলে টহলরত পুলিশের সন্দেহ হলে বাসটিকে সিঙ্গেল দিলে শরীফ হোসেন দৌড়ে পালিয়ে যায় । চালক সাদ্দাম হোসেনকে আটক করে এবং তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করে। রবিবার সকালে ওই নারী বাদী হয়ে দুই জনকে আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ সাদ্দাম হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের ওই বাসের গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ বাসটি আটক করে। পরে নারী হকারকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে চালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়। মামলার অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে ।