গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের হোতাপড়া এলাকায় চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ । গেলো রাতে জাহিদ হাসান জনি(৩৪)ও রাকিব হাসানকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত জাহিদ হাসান জনি(৩৪) পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও রাকিব হাসান জয়দেবপুরের বিকেবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, এক নারী পোশাক শ্রমিককে চাকুরীর দেয়ার কথা বলে গ্রেফতারকৃত জনি স্থানীয় একটি রিসোর্টে নিয়ে যায় । পরে জনি তার বন্ধু রাকিবকে ডেকে নিয়ে পালাক্রমে দু’জন ওই নারী পোশাক শ্রমিককে একাধিবার ধর্ষন করেন । এ ঘটনায় নারী পোশাক শ্রমিক থানায় মামলা করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।