গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে চালক মুন্নাফ সরকারকে(৫০) হত্যার পর সুতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে হত্যাকারীরা । পুলিশ ছিনতাইকৃত মালামাল জিএমপি কাশিমপুর থানার জিরানী এলাকা থেকে এবং কাভার্ডভ্যানটি ধামরাই এলাকা থেকে উদ্ধার করেছে । হত্যাকান্ডের সাথে জড়িত নাজমুল হোসেন (২২) ও গকুল চন্দ্র সরকার বকুল সরকার(৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

দুপুরে জিএমপি সদর দপ্তর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ,জিএমপি উপ-কমিশনার ক্রাইম জাকির হাসান । পুলিশ জানায়, ১০ ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি কভার্ডভ্যান ভর্তি করে ১২২ বস্তা সুতা নিয়ে চালক মুন্নাফ সরকার(৫০)গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার একটি কারখানার উদ্দেশ্যে বের হয় । গাজীপুরের ভোগড়া এলাকা থেকে পূর্ব পরিচিত চালক নাজমুল হোসেন ও তার দুই সহযোগী কভার্ডভানে উঠেন । কিছুক্ষণ পর চালকের গলায় ছুড়ি ধরে চালকের হাত থেকে গাড়িটি নিয়ন্ত্রণে নেয় । পরে চালকের গলা কেটে হত্যার পর নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মালামাল জিরানী এলাকায় গকুল চন্দ্র সরকারের গুডাউনে রেখে কভার্ডভ্যানটি ধামরাই এলাকায় ফেলে রেখে আত্নগোপন করে ছিনতাই কারীরা । ১১ ফেব্রুয়ারী সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় । পরে নিহতের পরিচয় নিশ্চিত হলে স্ত্রী শাহেদা বেগম বাদী হয়ে জিএমপি সদর থানায় হত্যা মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত কভার্ডভ্যানসহ মালামাল উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে । প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ছিনতাই ও হত্যাকান্ডের বিষয়টি স্বাকীর করেছে বলে জানিয়েছেন জিএমপি উপ-কমিশনার জাকির হাসান । গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।