গাজীপুর প্রতিনিধিঃ জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের ১নং যুগ্ন আহবায়ক কবির আহাম্মেদ মন্ডলের নেতৃত্বে  মহানগরের তেলিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মিনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তায় গিয়ে শাপলা মেনশনের সামনে সমাবেশ করে।
 
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী  আসনের সংসদ সদস্য  (এমপি) শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের ১নং যুগ্ন আহবায়ক কবির আহাম্মেদ মন্ডল,যুগ্ম আহ্বায়ক আ: জলিল, মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহান মহনগর মহিলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর পুস্প আক্তার মায়া,সাধারন সম্পাদক জোলেখা আক্তার ঝুমু,বাসন থানা মহিলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার মুক্তাসহ গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আন্যন্য নেত্রীবৃন্দু।
এ সময় নেতারা বলেন জামাত শিবির আবারও দেশে সন্ত্রাসী কার্যক্রম করতে চায়। তারা ভাস্কর্য নিয়ে কথা বলে,দেশে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে চায়। তাই শ্রমিক লীগের সবাইকে সতর্ক থাকার আহবান জানান।