গাজীপুর প্রতিনিধিঃ  জাতীয় শোক দিসব উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের টেক কাথোরা এলাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার। সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন গাজীপুর আদালতের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেকুজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, আব্দুল কাদের মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসি অংশ গ্রহণ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।