গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলা আইনজীবি সমিতি কক্ষে জঙ্গি সংগঠন জেএমবি’র বোমা হামলার ১৫তম বার্ষিকী আজ। ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবি সমিতির দুই নং হলরুমে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবিসহ নিহত হয় ১০ জন । এখনো বোমার স্প্রিন্টার শরীরে বহন করে আছেন আহত আইনজীবিরা। ওই ঘটনায় ইতোমধ্যে একটি মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।
দিনটি উপলক্ষে আজ সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে স্মরণবেদিতে পুস্পস্তবক অর্পণ করে নিহতের স্মরণ করা হয়। বারের সকল আইনজীবী কালোব্যাজ ধারণ করে শহরের বিভিন্ন সড়কে মৌন মিছিল করেন। দুপুরে বার চত্বরে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুরে জেলা আইনজীবি সমিতির ২নং হল রুমে ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গী সংগঠন জেএমবি । আইনজীবিদের চিরাচরিত কালো পোশাক পরিহিত ছদ্মবেশী জেএমবির হামলায় মারা যান আইনজীবি আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা এবং আনোয়ারুল আজমসহ ৫ বিচারপ্রার্থী এবং ঘাতক জেএমবি সদস্য। আহত হন অন্তত ৩০ আইনজীবি। সেই দুর্বিষহ হামলার কষ্টক্ষত, পংগুত্ব ও গায়ে স্প্রিন্টার নিয়ে এখনো পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন আহত আইনজীবিরা। ঘটনার ৮ বছর পর ২০১৩ সালের ২০ জুন একটি মামলায় অভিযুক্ত ১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন দ্রুত বিচার আদালত-৪। আত্মঘাতী বোমা হামলার মতো এমন নারকীয় ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে লক্ষে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবী গাজীপুরের আইনজীবিসহ সর্বস্তরের মানুষের।