গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ভোগড়া এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ তিন জন নিহত হয়েছে ।

মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

জিএমপি ট্রাফিক সার্জন নাজমুল আলম জানান, নাওজোড় থেকে ভোগড়াগামী একটি অটোরিক্সায় দুই জন যাত্রী নিয়ে পেয়ারা বাগান এলাকায় সড়ক অতিক্রমকালে টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয় । এতে অটোরিক্সার চালক ও দুই যাত্রী মহাসড়কের উপড় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় ।পুলিশ ট্রাক চালক আল-আমীন(২৫) কে আটক করেছে।
নিহত অটোরিক্সা চালক আনিসুর রহমান(৩৫) নীলফামারীর ডোমার থানার চিলাহাটি গ্রামের তফিজুল ইসলামের ছেলে । বাকী দুই যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ । তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর ।