গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী রটে গাজীপুরের আহাকী ও রতনপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ২ শিশুসহ অজ্ঞাত পরিচয় ৩ জনের মৃত্যু হয়েছে।

রেল পুলিশ ও স্থানীয়রা জানায়. সকাল সাড়ে দশটার দিকে ঢাকা রাজশাহী রেল রুটের আহাকি এলাকায় রেল লাই‌নের পাশে খেলা করছিল দু্শই শিশু। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৪ বছর। তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত একজনের গায়ে কমলা রঙের টি-শার্ট এবং জিন্সের প্যান্ট, অপর শিশুর গায়ে ছাই কালার শার্ট ও জিন্সের প্যান্ট ছিল । নিহত ২ শিশু লাটিম নিয়ে খেলা করছিলো বলে পুলিশ ধারণা করছে।
অপরদিকে. গাজীপু‌রের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মৌচাক রেল স্টেশন এর পশ্চিম পাশের ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেল পুলিশে উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান. পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে নিহত 3 জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।