গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গণধর্ষণের শিকার ভিকটিম দুইজনকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের শাহীনুল, একই গ্রামের কালাম, জাহাঙ্গীর ও বাবু। এ ঘটনায় অপর আসামী মোকসেদুল পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতরা সিএনজি,পিকআপসহ বিভিন্ন পরিবহনের চালক বলে জানা গেছে।
মামলার বিবরণে বলা হয়, ময়মনসিংহের বাসিন্দা ওই দুই পোশাক শ্রমিক ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানা ছুটি থাকায় গত ২১ আগষ্ট সন্ধ্যায় ওই পোশাক শ্রমিকরা বিধাই গ্রামে দুলা ভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। ভিকটিমরা বিধাই গ্রামের খোকনের পরিত্যক্ত খামারে পৌঁছলে তাদের ওই খামারে অভিযুক্তরা গণধর্ষণ করে। অভিযুক্তরা ভিকটিমদের সঙ্গে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। পরে ভিকটিমদের একজন বাদি হয়ে রবিবার সকালে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি বলেন, মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্রধরে ভিকটিম তার বান্ধবীকে নিয়ে শ্রীপুরের বিধায় গ্রামে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। মামলার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।