গাজীপুরে দুই শিশুকে হত্যা করে মায়ের আত্বহত্যার চেষ্টা

মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ

 গাজীপুরে মায়ের হাতে দুই শিশু হত্যা হয়েছে। নিহতরা হলো- তাবিহা ও  বুশরা ।

স্থানীয়রা জানায়, আজ শনিবার সন্ধ্যায় নগরের সদর থানার মোক্তার টেক এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের দুই শিশুকে হত্যার পর তার স্ত্রী লিজা আক্তার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্বহত্যার চেষ্টা করে। পরে বিল্লাল হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহত লিজা আক্তারকে হাসপাতালে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর তাদের মা লিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।