গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় দেওয়াল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (১৭ অক্টো) বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৮ বছর বলে জানা যায়। তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাসন থানার ওসি রফিকুল ইসলাম চৌধুরী জানায়, রাস্তা সম্প্রসারনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের ভেঙ্গে দেওয়া একটি দোকান ঘরের সামনে শিশুটি খেলা করছিলো, হঠাৎ দেওয়ালটি শিশুটির উপর ভেঙ্গে পরে। ফলে ঘটনাস্থলেই শিশুটি দেয়ালের নিচে চাঁপা পরে মারা যায়।
শিশুটির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।