গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার জঙ্গল থেকে চাঁন মিয়া (৬০) নামে এক ব্যাক্তির ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে গাজীপুর মেট্টোপলিটন সদর থানা পুলিশ।
নিহত চাঁন মিয়ার বাড়ি ঘটনাস্থলের পাশ্ববর্তী গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায়।
গাজীপুর মেট্টোপলিটন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সালনা এলাকার একটি জঙ্গলে ঝুলন্ত অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের মুখমন্ডল থেকে মাংস ও চোখ খসে পড়ে গেছে। পরে পুলিশ রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের ছেলে ও মেয়ে লাশ সনাক্ত করেন। নিহত চাঁন মিয়া গত ৪ আগষ্ট থেকে নিখোঁজ ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যু কারণ বুঝা যাবে।
গাজীপুর মেট্টোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূঞা জানান, নিহতের কোমরে থাকা চাবি দিয়ে তাদের ঘরের তালা খুলে এবং পড়নের কাপড় দেখে স্বজনরা লাশ সনাক্ত করেছেন।