গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় আজ(০৭ জানু ২১) সন্ধ্যায় বাসের ধাক্কায় মো: হাশেম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত হাশেম গাইবান্ধার সদর থানার মৃত মোনতাজ মিস্ত্রির ছেলে। গাজীপুর মেট্টোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, গাজীপুর চৌরাস্তা থেকে সাদিয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পোড়াবাড়ি এলাকায় পৌছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাশেমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। হাশেম ২০বছর যাবৎ ওই এলাকার মজিবর রহমানের বাড়িতে ভাড়া থেকে কাঠ মিস্ত্রি কাজ করতো।